Online Admission


Test & Examination

বছরে তিনটি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত তিন ধরনের পরীক্ষা নেওয়া হয়:

  • CT ( ক্লাস টেস্ট ) ১০ নম্বর।
  • MT ( মাসিক পরীক্ষা ) ১৫ নম্বর।
  • SE ( সেমিস্টার পরীক্ষা ) ৭৫ নম্বর।
  • বি.দ্র: সেমিস্টার পরীক্ষা হবে ১০০ নম্বরের তবে তা ৭৫% এ রূপান্তর (Convert )করা হবে।
    অবশ্য ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ১০০ নম্বরের পরীক্ষা হবে কিন্তু তা ৭৫% পড়হাবৎঃ-এ করা হবে না।

CT– Class Test:

  • পূর্ণ নম্বর – ১০।
  • প্রত্যেক সেমিস্টার পরীক্ষার আগে কমপক্ষে ২টি CTঅনুষ্ঠিত হবে এবং মূল রেজাল্ট কার্ডে ২টি CT-এর গড় হবে।
  • শুধু ১টি CTপরীক্ষায় অংশ গ্রহণ করলে মোট প্রাপ্ত নম্বর ২ দ্বারা ভাগ হবে।
  • মৌলিক কোন কারণে যদি কোন CTপরীক্ষা দেওয়ার সুযোগ না পায় তাহলে আবেদনের প্রেক্ষিতে তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে ১০ নম্বর থেকে ২ নম্বর আগেই বাদ দেওয়া হবে। ৮ নম্বর থেকে প্রাপ্ত নম্বর যোগ হবে।

MT – Monthly Test:

  • পূর্ণ নম্বর – ১৫।
  • প্রত্যেক সেমিস্টার পরীক্ষার আগে ১টি MT হবে।১৫ নম্বর থেকে প্রাপ্ত নম্বর যোগ হবে।
  • মৌলিক কোন কারণে যদি কোন MT পরীক্ষা দেওয়ার সুযোগ না পায় তাহলে আবেদনের প্রেক্ষিতে তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে ১৫ নম্বর থেকে ৩ নম্বর আগেই বাদ দেওয়া হবে। ১২ নম্বর থেকে প্রাপ্ত নম্বর যোগ হবে।

SE- Semister Exam:

  • যে সমস্ত পরীক্ষার পূর্ণ নম্বর ১০০ সে সমস্ত পরীক্ষা গুলো ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। তবে ১০০ এ প্রাপ্ত নম্বর ৭৫% -এ Convert করতে হবে।
    মোট প্রাপ্ত নম্বর: কোন নির্দিষ্ট ঝঁনলবপঃ এর ক্লাস টেস্ট (C.T) এর গড় নম্বর, মাসিক পরীক্ষার (M.T) নম্বর এবং সেমিস্টার (SE) পরীক্ষার ৭৫% এর যোগফল হবে উক্ত ঝঁনলবপঃ এর মোট প্রাপ্ত নম্বর।
    একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ACADEMIC CALENDAR - 2018

Subject Duration Total Day
Foundation Course 1 Jan - 15 Jan 10 Days
1st Semester 16 Jan - 11 Apr 57 Days
2nd Semester 7 May - 31 July 49 Days
Annual 29 Aug - 29 Nov 59 Days

EXAMINATION CALENDAR - 2018

Examination Duration Total Day
1st Semester Exam 12 Apr - 30 Apr Result - 20 May
2nd Semester Exam 1 Aug - 16 Aug Result - 9 Sep
Annual Exam 22 Nov - 8 Dec Result - 15 Dec