Online Admission


Classwise Curriculam

বাংলাদেশ টেক্সট বুক বোর্ড কর্তৃক নির্ধারিত বই এবং লাইট ফেয়ার স্কুল কর্তৃক নিজস্ব কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী পাঠদান করা হয় যা নিম্বরূপ:

প্লে গ্রুপ:

  • বাংলা, ইংরেজি, গণিত ও আরবি বর্ণমালা শেখানো।
  • বর্ণগুলো চেনার জন্য প্রয়োজনীয় উপকরণের মাধ্যমে Two Dimensional, Three Dimensional পদ্ধতি ব্যবহার করা।
  • দেখতে দেখতে শেখা এবং খেলতে খেলতে বলতে পারার জন্য আনন্দদায়ক শিক্ষার ব্যবস্থা গ্রহণ।
  • Number Counting শেখার জন্য শিক্ষা উপকরণ ও ছবির ব্যবহার করা।
  • বিভিন্ন Shape ব্যবহারের মাধ্যমে অক্ষর লেখা শিখানো এবং ছবি রং করার মাধ্যমে ঈড়ষড়ৎ সর্ম্পকে ধারণা
    প্রদান।
  • বিনোদনের মাধ্যমে কম্পিউটার পরিচিতি।

নার্সারি:

  • বর্ণ/ অক্ষর বিন্যাসের মাধ্যমে শব্দ গঠন শেখানো।
  • ইংরেজি word এবং তার অর্থ ছবির মাধ্যমে শেখানো।
  • গণিতের প্রাথমিক ধারণা প্রদান।
  • সুন্দর হাতের লেখায় অভ্যস্ত করে তোলা।
  • শুদ্ধভাবে আরবি হরফ উচ্চারণ শেখানো।
  • দৈনন্দিন প্রয়োজনীয় দোয়া শেখানো।

কেজি:

  • বাক্য গঠন, শব্দার্থ ও হাতের লেখার অনুশীলন।
  • যোগ, বিয়োগ ও গুণ সর্ম্পকে স্বচ্ছ ধারণা প্রদান।
  • বিভিন্ন প্রকার ছবি আঁকার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ।
  • কম্পিউটার যন্ত্রাংশের পরিচিতি।
  • English Phonetice এর মাধ্যমে সঠিক উচ্চারণ শিখানো।
  • মাখরাজ উচ্চারণের মাধ্যমে সহীহভাবে আরবি পড়ানো।

প্রথম ও দ্বিতীয় শ্রেণি:

  • বাক্য গঠন, শব্দার্থ ও হাতের লেখার অনুশীলন।
  • নিজে নিজে পড়ার অভ্যাস তৈরি করা।
  • ছবি আঁকার মাধ্যমে স্প্তু প্রতিভার বিকাশ করা।

তৃতীয় থেকে পঞ্চম:

  • বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্য বইয়ের বাইরে ছাত্র ছাত্রীদের দক্ষতা বাড়ানোর জন্য ঝঢ়ড়শবহ ঊহমষরংয
  • মনীষীদের জীবনী কথা, সাধারণ জ্ঞান ইত্যাদির ব্যবস্থা গ্রহণ।
  • ছাত্র-ছাত্রীদেরকে Computer প্রশিক্ষণ প্রদান।
  • ক্লাসের শিক্ষাকে আনন্দদায়ক করার জন্য ‘কুইজ’ প্রতিযোগিতার আয়োজন।
  • ছাত্র-ছাত্রীদের কুরআন শিক্ষার ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ।
  • দৈনন্দিক জীবনে প্রয়োজনীয় দোয়াসমূহ শেখানো।

ষষ্ঠ থেকে অষ্টম:

  • প্রয়োজনীয় নির্দেশনাসহ বাড়ির কাজ দেয়া।
  • শিক্ষার্থীদেরকে গৃহশিক্ষক ছাড়াই পড়াশুনা আয়ত্বে আনতে সক্ষম করে তোলা।
  • মুখস্থ নয় বরং অনুধাবন করার ক্ষমতা সৃষ্টি, একঘেঁয়েমিপূণ নিরানন্দের পরিবর্তে জীবনধর্মী ও আনন্দঘন
    পাঠদানের সুব্যবস্থা।
  • পরীক্ষার ভীতি দূর করার জন্য নিয়মিত Class Test এর পাশাপাশি শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের ব্যবস্থা।
  • Computer এর Basic Course শেখানো।

নবম – দশম:

  • শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী পাঠ্যক্রম শেষ করা।
  • বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে এসএসসি পরীক্ষা উপযোগী করে গড়ে তোলা।
  • পর্যাপ্ত ল্যাব সুবিধাসহ ছাত্র-ছাত্রীদের নিবিড় তত্ত্বাবধান করা।

ACADEMIC CALENDAR - 2018

Subject Duration Total Day
Foundation Course 1 Jan - 15 Jan 10 Days
1st Semester 16 Jan - 11 Apr 57 Days
2nd Semester 7 May - 31 July 49 Days
Annual 29 Aug - 29 Nov 59 Days

EXAMINATION CALENDAR - 2018

Examination Duration Total Day
1st Semester Exam 12 Apr - 30 Apr Result - 20 May
2nd Semester Exam 1 Aug - 16 Aug Result - 9 Sep
Annual Exam 22 Nov - 8 Dec Result - 15 Dec