অত্র স্কুলের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, ২৬ মার্চ ২০২২, শনিবার, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি একান্ত কাম্য।
সময়: সকাল ৯.০০ টা
স্থান: নিজ নিজ ক্যাম্পাস
All the students, respected parents and all concerned of this school are being informed that, we are going to arrange a seminar and cultural program on the basis of importance and significance of great Independence Day on Saturday, 26th March 2022. Your presence is highly required.
Time : 9:00 AM
Location : Respective Campuses