এতদ্বারা ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ ডিসেম্বর ২০১৮ বিজয় দিবস উপলক্ষে লাইট ফেয়ার স্কুলের ক্লাস বন্ধ থাকবে। উল্লেখ্য যে, এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল ৯ টায় স্কুলের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীসহ সকলকে উপস্থিত থাকতে হবে।
বিজয় দিবসের প্রেক্ষাপটঃ
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বিজয় অর্জন করে। ১৬ই ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার বাহিনী বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, ফলে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাস্ট্রের জন্ম হয়। তখন থেকেই এ দিবসটি বাংলাদেশীদের কাছে বিজয় দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছর বাংলাদেশসহ সারা বিশ্বে বাংলাদেশীরা দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করে থাকেন।