অত্র স্কুলের সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগত করা যাচ্ছে যে, মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৮ জুলাই রবিবার থেকে ২৬ জুলাই সোমবার পর্যন্ত লাইট ফেয়ার স্কুলের অনলাইন ক্লাস বন্ধ থাকবে। আগামী ২৭ জুলাই মঙ্গলবার থেকে অনলাইন ক্লাস যথারীতি শুরু হবে।
উল্লেখ্য ২য় সেমিস্টারের MT আগামী ৫ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হবে। সকলকে পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানানো যাচ্ছে।
বি.দ্র.: আগামী ১৬ জুলাই শুক্রবার সকাল ৯.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত এবং ১৭ জুলাই শনিবার ও ১৮ জুলাই রবিবার সকাল ৯.০০টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত স্কুল অফিস খোলা থাকবে। উক্ত সময়ের মধ্যে সকল বকেয়া (যদি থাকে) পরিশোধ করার জন্য সম্মানিত অভিভাবকদের বিনীত অনুরোধ করা হলো।