এতদ্বারা শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২০ রোজ শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লাইট ফেয়ার স্কুল দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও হাতের সুন্দর লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি একান্ত কাম্য।
নিম্নে প্রতিযোগিতার গ্রুপ উল্লেখ করা হলো:
১.গ্রুপ কঃ ১ম ও ২য় শ্রেণি
২.গ্রুপ খঃ ৩য় থেকে ৫ম শ্রেণি
৩.গ্রুপ গঃ ৬ষ্ঠ থেকে ৭ম শ্রেণি
৪.গ্রুপ ঘঃ ৮ম থেকে ১০ম শ্রেণি
সময়ঃ সকাল ১০:০০ টা
স্থানঃ নিজ নিজ শাখা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগনের জন্য গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন,১৩৫৮) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলি বর্ষণে কয়েকজন তরুণ শহিদ হন। তাই এ দিনটি শহিদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ২০১০ খ্রিস্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ^ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।